বিসমিল্লাহির রহমানির রাহিম। |
|
এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১লা জানুয়ারী ১৯৭৮ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রম শুরুর পর হতে এ পর্যন্ত সমগ্র দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় এসেছে। এরই অংশ হিসাবে ২০১৪ সালের ২৮ই জানুয়ারি থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, কুমিল্লা , বি বাড়িয়া এবং মুন্সিগঞ্জ জেলার ০৬ টি উপজেলা দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা, গজারিয়া , বাঞ্ছারামপুর নিয়ে কার্যক্রম শুরু করে। অত্র প্রতিষ্ঠান কর্তৃক ০৪ টি জোনাল অফিস, ০২ টি সাব জোনাল অফিস , ০৯ টি অভিযোগ কেন্দ্র এবং ৪৯৮২ কিঃমিঃ লাইনের মাধ্যমে জানুয়ারী”/২০২৪ খ্রিঃ ইং পর্যন্ত সর্বমোট ৪,৮৫,৫৭০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে , যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমিতি এলাকায় এ আমূল পরিবর্তন সম্ভব হয়েছে দেশে সমন্বিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের আন্তরিক সহায়তা এবং সমন্বয়কারী সংস্থা হিসাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঠিক নেতৃত্ব দান ও পল্লী বিদ্যুৎ সমিতির অক্লান্ত পরিশ্রম। এক্ষেত্রে দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ অনুদান অনুঘটক হিসাবে কাজ করেছে। ভবিষ্যতে একই ধরণের সহায়তা সমিতি এলাকায় পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ সুযোগে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কার্যক্রমে তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং সহায়তার জন্য এবং আশা করি মহান আল্লাহর অনুগ্রহে এ কার্যক্রম আরো এগিয়ে যাবে এবং গ্রামের প্রতিটি জনপদে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ গড়বে।
শুভেচ্ছান্তে মুহাম্মদ নুরুল হোসাইন জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস