Wellcome to National Portal

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক, নগদ এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। সেচ পাম্প পিক আওয়ার ব্যতীত রাত ১১ঃ০০ ঘটিকা হতে সকাল ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত চালানো। ঘরের লাইট, ফ্যান প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর অথবা হটলাইন ১৬৮৯৯ এ যোগাযোগ করুন।  বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী  হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড সমূহ

১। গজারিয়া ২৩০/১৩২ কেভি ও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং তদসংলগ্ন সুইচিং স্টেশন জরুরী চালু করা।

২। ২০২৫ সাল নাগাদ  ২৭০ মে.ও. লোড মোকাবেলায় বিতরন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ।

৩। সড়ক/মহাসড়কের পার্শ্বের লাইন আন্ডার গ্রাউন্ড করা।

৪। কুমিল্লা ইকোনমিক জোনের আওতায় মেঘনা ষ্টীল মিলে ২৫০মেঃওঃ লোডে ১৩২ কেভি লেভেলে বিদ্যুৎ সংযোগ প্রদান করা।

৫। এমসিইপি (সিএসডি) প্রকল্পের আওতায় ৪টি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ৩ টি উপকেন্দ্রের অগমেন্টেশন ।

৬। Kfw প্রকল্পের আওতায় ৪টি পোল মাউন্টেড উপকেন্দ্রকে GIS উপকেন্দ্রে রুপান্তর করন।

৭। চান্দিনা ১৩২/৩৩ কেভি ও মুরাদনগর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতায় কুমিল্লা পবিস-৩ এর জন্য ৪টি ৩৩ কেভি লাইন নির্মাণ ।

এছাড়াও আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গ্রাহক সেবা তরান্বিত করা , গ্রাহকদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা , নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণ করা।