১। গজারিয়া ২৩০/১৩২ কেভি ও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং তদসংলগ্ন সুইচিং স্টেশন জরুরী চালু করা।
২। ২০২৫ সাল নাগাদ ২৭০ মে.ও. লোড মোকাবেলায় বিতরন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ।
৩। সড়ক/মহাসড়কের পার্শ্বের লাইন আন্ডার গ্রাউন্ড করা।
৪। কুমিল্লা ইকোনমিক জোনের আওতায় মেঘনা ষ্টীল মিলে ২৫০মেঃওঃ লোডে ১৩২ কেভি লেভেলে বিদ্যুৎ সংযোগ প্রদান করা।
৫। এমসিইপি (সিএসডি) প্রকল্পের আওতায় ৪টি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ৩ টি উপকেন্দ্রের অগমেন্টেশন ।
৬। Kfw প্রকল্পের আওতায় ৪টি পোল মাউন্টেড উপকেন্দ্রকে GIS উপকেন্দ্রে রুপান্তর করন।
৭। চান্দিনা ১৩২/৩৩ কেভি ও মুরাদনগর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতায় কুমিল্লা পবিস-৩ এর জন্য ৪টি ৩৩ কেভি লাইন নির্মাণ ।
এছাড়াও আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গ্রাহক সেবা তরান্বিত করা , গ্রাহকদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা , নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস