পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।
১। গজারিয়া ২৩০/১৩২ কেভি ও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং তদসংলগ্ন সুইচিং স্টেশন জরুরী চালু করা।
২। ২০২৫ সাল নাগাদ ২৭০ মে:ও: লোড মোকাবেলায় বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ।
৩। সড়ক/মহাসড়কের পার্শ্বের লাইন আন্ডার গ্রাউন্ড করা।
৪। কুমিল্লা ইকোনমিক জোনের আওতায় মেঘনা ষ্টীল মিলে ২৫০ মে:ও: লোডে ১৩২ কেভি লেভেলে বিদ্যুৎ সংযোগ প্রদান করা।
৫। এমসিইপি (সিএসডি) প্রকল্পের আওতায় ৪ টি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ৩ টি উপকেন্দ্রের অগমেন্টেশন ।
৬। KFW প্রকল্পের আওতায় ৪টি পোল মাউন্টেড উপকেন্দ্রকে GIS উপকেন্দ্রে রুপান্তরকরণ।
৭। চান্দিনা ১৩২/৩৩ কেভি ও মুরাদনগর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতায় কুমিল্লা পবিস-৩ এর জন্য ৪ টি ৩৩ কেভি লাইন নির্মাণ ।
এছাড়াও আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে গ্রাহক সেবা তরান্বিত করা, গ্রাহকদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা, নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS