Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক, নগদ এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। সেচ পাম্প পিক আওয়ার ব্যতীত রাত ১১ঃ০০ ঘটিকা হতে সকাল ৭ঃ০০ ঘটিকা পর্যন্ত চালানো। ঘরের লাইট, ফ্যান প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর অথবা হটলাইন ১৬৮৯৯ এ যোগাযোগ করুন।  বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী  হোন।

Main Comtent Skiped

Achievements of Comilla Palli Bidyut Samity-3

(১) নিজস্ব অর্থায়নে তিতাস সুইচিং স্টেশন নির্মাণ (ব্যয় ৬ কোট টাকা)।

(২) মেঘনা-গোমতী রিভার ক্রসিং-এ নিজস্ব অর্থায়নে তিনটি সাসপেনশন টাওয়ার ও ২ টি অ্যাংকর টাওয়ার নির্মাণ (ব্যয় ৭ কোটি টাকা)।

(৩) প্রকল্প বিভাগের মাধ্যমে ৬টি ৩৩ কেভি ফিডার নির্মাণ।

(৪) চরচাষী এলাকায় বিদ্যুতায়নের জন্য গোমতী  নদী ক্রসিং-এ ৫০০ মিঃ সাব-মেরিন ক্যাবল স্থাপন।

(৫) টাওয়ার ভেঙ্গে পড়ায় চরবলাকী এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য মেঘনা নদীর ২ পাশে ৪ কিঃমিঃ ১১ কেভি লাইন নির্মাণ ও সাব-মেরিন ক্যাবল স্থাপন।

(৬) গোমতী নদীতে রিভার ক্রসিং টাওয়ারে তার ছিঁড়ে পড়ায় তার জোড়া দিয়ে লাইন চালু করা (৪ বার)।

(৭) হোমনা ফিডারের ১০ কিঃমিঃ ৩৩ কেভি লাইনের তার #৪৭৭ এমসিএম তার দ্বারা পরিবর্তন ।

(৮) ১৩৮০ টি ওভার লোডেড বিতরণ ট্রান্সফরমার পরিবর্তন।

(৯) এলটি লাইন-কে এইচটি লাইনে রূপান্তর ১০৮ কিঃমিঃ।

(১০) নিম্ন সাইজের তার-কে উচ্চতর সাইজের তার দিয়ে পরিবর্তন ১৫৬ কিঃমিঃ ।

(১১) একফেজ এইচটি লাইন-কে তিন ফেজ এইচটি লাইনে রূপান্তর ৭৮ কিঃমিঃ।